কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


খ্রিস্টের গৌরবময় পুনরুত্থানের দিন ইস্টার

আজ রবিবার, ইস্টার সানডে। মৃত্যু থেকে যিশুখ্রিস্টের পুনরুত্থানের স্মরণোৎসবের দিন। খ্রিস্টের পুনরুত্থানের ওপর খ্রিস্টীয় ধর্মবিশ্বাস দাঁড়িয়ে আছে। খ্রিস্টান সম্প্রদায় আজ নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের ধ্যান, প্রার্থনা ও উপাসনায় দিনটি উদযাপন করছে। খ্রিস্টের পুনরুত্থান স্বর্গীয় গৌরবে গৌরবান্বিত হলেও আমরা ইহজাগতিক বাস্তবতার মধ্যেই তার অর্থ ও আনন্দ উপলব্ধি করার আহ্বান আমাদের জন্য আছে। বাইবেলে সাধু যোহন রচিত সুসমাচারে বলা আছে—যিশু পুনরুত্থানের পর তাঁর শিষ্যদের বললেন, ‘তোমাদের শান্তি হোক!’ মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো শান্তি ও নিরাপত্তা। বাইবেলে যিশুর অনেক উপাধির বিশেষ একটি হলো ‘শান্তি রাজ’ (যিশাইয় ৯:৬)। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন