নিকাহ রেজিস্ট্রারের ‘যোগ্যতা’ ও বাংলাদেশের নারী
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ও পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ লাভের জন্য ২০১২ সালে প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়। প্রার্থীদের আবেদনের ভিত্তিতে তিনজন প্রার্থীর প্যানেল গঠন করা হয়। তিনজনই ছিলেন নারী প্রার্থী। তিনজনই নারী হওয়ায় এবং নারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না বিবেচনা করে ২০১৪ সালে আইন মন্ত্রণালয় পুরো প্যানেলটিই বাতিল করে দিয়ে নতুন প্যানেল তৈরি করতে বলে। আইন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্যানেলে প্রথম স্থান অধিকারী নারী প্রার্থী হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন। হাইকোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ওই রিট আবেদনটি নিষ্পত্তি করে রায় দেন, যেখানে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে বহাল রাখা হয়। ওই রিট আবেদনের পূর্ণাঙ্গ রায় ২০২১ সালের জানুয়ারি মাসে প্রকাশ পায়।
- ট্যাগ:
- মতামত
- যোগ্যতা
- নিকাহ্ রেজিস্টার