খাদ্য ঘাটতির দেশ যেভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ জীবনের উন্নয়ন এবং কৃষির উৎপাদন বাড়ানোর জন্য কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষি ও কৃষকের উন্নতির জন্য তিনি উদার রাষ্ট্রীয় সহায়তা দিয়েছেন। বঙ্গবন্ধু বলেছিলেন, 'উনিশশ একাত্তর সালের ১৬ ডিসেম্বর আমাদের স্বাধীনতা সংগ্রামের সমাপ্তি। এই একই দিনে আমাদের দেশ গড়ার সংগ্রাম শুরু।' অতঃপর বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলে আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। দ্রুত অবকাঠামো গড়ে ওঠে। সৃষ্টি হয় নতুন কর্মসংস্থান। ফলে কাঙ্ক্ষিত হারে বাড়তে থাকে দেশজ উৎপাদন। কমতে থাকে দারিদ্র্য।