সিরিআ’য় রোনালদোয় রক্ষা য়্যুভেন্তাসের
সিরিআ’য় ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে হার এড়িয়েছে য়্যুভেন্তাস। তুরিনোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আন্দ্রে পিরলোর শিষ্যরা। য়্যুভেন্তাস না জিতলেও দীর্ঘদিন পর শিরোপা জয়ের পথে বীরদর্পে এগিয়ে যাচ্ছে ইন্টার মিলান। বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে কন্তরে শিষ্যরা। তবে, লিগ ওয়ানে বড় ধাক্কা খেয়েছে পিএসজি। লিলের কাছে ১-০ গোলে হার প্যারিসিয়ানদের।
বিশ্বকাপ বাছাইয়ের পর সিরিআ’য় শিরোপার পথে এগিয়ে যাওয়ার মিশন। কিন্তু ম্যাচের আগে ঘুণাক্ষরেও এমন ক্ষণ আসবে তা স্বপ্নেও ভাবেননি আদ্রে পিরলো। টানা নবম বারের মতো সিরিআ’র ট্রফি জয়ের স্বপ্নে বিভোর য়্যুভেন্তাসকে বড় ধাক্কা দিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী তুরিনো। স্তাদে অলিম্পিকোতে ম্যাচের শুরু থেকেই ছন্দ ধরে রাখে য়্যুভেন্তাস। ১৩ মিনিটেই প্রতিপক্ষের মাঠে তাদের হতাশ করে লিড নেন ফেদরিকো চিয়েসা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে
১ বছর আগে