![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Frape-1_0.jpg%3Fitok%3DN8JOzEw-)
মার্চে ১৯৯ নারী, ১৫৩ শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ
মার্চ মাসে ৩৫২ জন নারী ও মেয়েশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। তারমধ্যে ১৫৩টি মেয়েশিশু ও ১৯৯ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন।
আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মহিলা পরিষদ। এতে বলা হয়, মার্চ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১০৯টি। তারমধ্যে ৭০ জনই শিশু।
দেশের ১৩টি পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
প্রতিবেদনে জানানো হয়, গত মাসে ৬২ মেয়েশিশুকে ধর্ষণ করা হয়েছে, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৫ জন, ধর্ষণের পর এক শিশুকে হত্যা করা হয়েছে। এছাড়াও ১০ শিশুসহ ১৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ৭ শিশুসহ যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন।