কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশকে দুষলেন জাফরুল্লাহ চৌধুরী

প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া সদর প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ১৭:৪২

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সহিংসতার ঘটনায় পুলিশকে দোষারোপ করেছেন। আজ শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


এর আগে গত ২৯ মার্চ হেফাজতের সহিংসতার জন্য প্রশাসনের নিস্ক্রিয়তাকে দায়ী করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জাফরুল্লাহর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ রহিম ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনে হেফাজতের কর্মী–সমর্থকদের হামলা-ভাঙচুরের বর্ণনা দেন। এরপর প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন তাঁর ওপর হেফাজতের কর্মী-সমর্থকদের হামলার বিষয়টি তুলে ধরেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও