পাকা বাড়ির মালিকেরাও পেয়েছেন ভিজিডি কার্ড
নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নে দুস্থ নারীদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত দুস্থদের বাদ দিয়ে তুলনামূলক সচ্ছল ব্যক্তিদের মধ্যে এসব কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড পাওয়া অনেকের আছে আধা ও পাকা বাড়ি, যা নির্মাণে কার্ডপ্রাপ্তরা কয়েক লাখ টাকার বেশি খরচ করেছেন।
কর্মসূচি বাস্তবায়নের নীতিমালা অনুযায়ী দুস্থ, বিধবা, তালাকপ্রাপ্ত, ভূমিহীন ও স্থায়ী বা নিয়মিত আয়ের উৎস নেই, এমন নারীদের এ সুবিধা পাওয়ার কথা। অথচ গত বছরের অক্টোবরে কার্ড পাওয়া বেশ কয়েকজনের আছে পাকা বাড়ি। পরিবারের সদস্যরা বিভিন্ন কাজ করে আয় করেন।