ভ্যাকসিন নেয়ার উদ্যোগ নেই রাবি প্রশাসনের
আগামী ১৭ মে থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি। এই ঘোষণার পরপরই ঢাকা, জাহাঙ্গীরনগরসহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধিত হবার নিদের্শনা দেয়া হয়। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদেরও অচিরে ভ্যাকসিন দেয়ার দাবি উঠেছে। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যত কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।