১০ বছর পরও যে আক্ষেপে পোড়েন শোয়েব আখতার!
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তির আনন্দে উদ্বেলিত ভারত। মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, গৌতম গম্ভীরদের দুরন্ত খেলা আজও চোখে ভাসে ক্রিকেটপ্রেমীদের। দর্শকদের স্মৃতিতে অমলিন টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটিও। যে ম্যাচ হারতে হয়েছিল ইমরান খানের দেশকে। পরাজিত দলের অন্যতম সদস্য হিসেবে সেদিনের কথা আজও মনে রেখেছেন স্পিডস্টার শোয়েব আখতার।
১০ বছর পেরিয়ে গেলেও ভারতের কাছে হারের আক্ষেপ এখনও যাচ্ছে না রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। শুক্রবার (০২ এপ্রিল) সামাজিক মাধ্যমে পাকিস্তানের সাবেক এই পেস তারকা লেখেন, ‘সেইদিন আমি পাকিস্তানকে বিশ্বকাপ ফাইনালে তোলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১১ সালের ২ এপ্রিলের ফাইনালে আমরাই খেলতাম।'