‘সাংবাদিকদের মধ্যে বিভক্তি আছে বলেই হামলার সাহস পায়’
সাংবাদিকদের মধ্যে বিভক্তি আছে বলেই তাঁদের ওপর অন্যরা হামলার সাহস পায় বলে মনে করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াছমিন। এ জন্য তিনি পুরো দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
ফরিদা ইয়াছমিন আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন, ‘সাংবাদিক সমাজের মধ্যে বিভক্তি আছে বলেই দুষ্কৃতিকারী মৌলবাদীরা হামলার সাহস পায়। তারা ভাবে, এদের ওপর হামলা করলেও কিছু হবে না। তা না হলে সাংবাদিকেরা কেন টার্গেট হবেন? কেন সাংবাদিকদের গাড়ি পোড়াবে? আগে তো কখনো এমন ঘটেনি। পেশার কাজে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’