অটিজম, সায়মা ওয়াজেদ এবং বাংলাদেশ
বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ঢেউয়ের মধ্যে আজ পালিত হতে যাচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। করোনাভাইরাসের চরম আতঙ্কে বিশ্ববাসী যখন এক প্রত্যাশিত ও অদৃশ্য শক্তির সঙ্গে জীবন-জীবিকার অবিরাম যুদ্ধে পরিশ্রান্ত; একই সময়ে বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষত অটিজমে আক্রান্ত ব্যক্তিরাও এই যুদ্ধের কবলে পড়ে এক দীর্ঘমেয়াদি অসমতা, বৈষম্য আর অন্যায্যতার মুখোমুখি। কভিড-১৯ মহামারি সমাজে পিছিয়ে থাকা, পিছিয়ে রাখা কিংবা পিছিয়ে পড়া মানুষের সহজাত জীবনধারায় এক সুস্পষ্ট অসাম্যতার সীমারেখা টেনে দিচ্ছে; যা সমহারে সম্পদ বিতরণ, স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার, আইনের অধীনে সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা, শিক্ষায় অন্তর্ভুক্তির ফারাক আরো দৃশ্যমান করছে; কিন্তু বাস্তবতা হচ্ছে কভিড-পূর্ব ছিল তা ক্রমহ্রাসমান।