এলবিডব্লিউ রিভিউ নিয়মে নতুন মোড়
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০৭:৫৩
ভারত অধিনায়ক বিরাট কোহালির আপত্তি সত্ত্বেও বিতর্কিত ‘আম্পায়ার্স কল’ রেখে দিল আইসিসি। তবে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে, যার ফলে বিতর্কের ঝড় শান্ত হলেও হতে পারে। ডিআরএস অর্থাৎ ‘ডিসিশন রিভিউ সিস্টেম’-এর অঙ্গ হিসেবে থাকছে এই নিয়ম। কয়েক দিন আগে যাকে বিভ্রান্তিমূলক আখ্যা দিয়েছিলেন কোহালি। ঘটনা হচ্ছে, আইসিসি-র যে ক্রিকেট কমিটি জানিয়ে দিল এই প্রথা তোলা হবে না, তার নেতৃত্বেও রয়েছেন এক ভারতীয়— অনিল কুম্বলে।
আইসিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ক্রিকেটে ভুল সিদ্ধান্ত না হওয়ার জন্যই ডিআরএস প্রক্রিয়া আনা হয়েছে। একই সঙ্গে মাঠের আম্পায়ারের ক্ষমতা যাতে খর্ব না হয়, সেই ব্যাপারটাও আমরা মাথায় রেখেছি। সেই কারণেই আম্পায়ার্স কল রেখে দেওয়া হল।’’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে