কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিবিয়ার ভৌতিক এক নগরীতে নিখোঁজ মানুষদের সন্ধানে

বিবিসি বাংলা (ইংল্যান্ড) লিবিয়া প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ১৮:০৬


আবদেল মানাম মাহমুদ তার পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ। সেই হিসেবে কবরে নেমে ভাই এসমাইলের দেহ অন্তিম শয্যায় রাখার দায়িত্বটা তার কাঁধেই বর্তায়।




তবে আজ তিনি যে দেহটি কবর দিচ্ছেন, সেটি হয়তো তার ভাইয়ের নয়।




তাঁকে ঘিরে জড়ো হয়েছে টারহুনার সব পুরুষ মানুষ। তারা সবাই হাত দিয়ে লাল বালু-মাটি সরাচ্ছেন, উঁচু হয়ে থাকা মাটি চাপড় দিয়ে সমান করছেন।




কাছেই কবর দেয়া হয়েছে মিস্টার মাহমুদের বাবা হুসেইন, তার ভাই নূরী এবং চাচা মোহাম্মদকে। এরা সবাই লিবিয়ার গৃহযুদ্ধের শিকার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও