![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Fd90066b4-34da-4ebc-b785-a474e64ed037%252FWhatsApp_Image_2021_04_01_at_16_25_15__1_.jpeg%3Frect%3D0%252C199%252C955%252C501%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বেসিক ব্যাংকের নতুন এমডি আনিসুর রহমান
প্রথম আলো
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ১৬:১৮
রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে যোগদান করেছেন মো. আনিসুর রহমান। আজ বৃহস্পতিবার তিনি যোগ দিয়েছেন। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
এর আগে মো. আনিসুর রহমান অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। মো. আনিসুর রহমান ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগ দেন।