ফাইজারের টিকা ১২-১৫ বছরের শিশুদের জন্য ‘শতভাগ কার্যকর’

চ্যানেল আই প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ২০:১৯

বায়োএনটেক-ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা ১২-১৫ বছরের শিশুদের জন্য শতভাগ কার্যকর বলে নিশ্চিত করেছে সংস্থা দু’টি। বুধবার বায়োএনটেক-ফাইজার জানিয়েছে, আগামী বছর স্কুলগামী বাচ্চাদের দেহে প্রয়োগের জন্য এই টিকা অনুমোদনের প্রত্যাশা করছে তারা।


এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ২ হাজার ২৬০ কিশোর-কিশোরীর ওপর তিন ধাপে পরিচালিত ট্রায়ালে শতভাগ কার্যকারিতা এবং মজবুত অ্যান্টিবডি দেখিয়েছে। ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা বলেন: আগামী বছর শুরুর আগে ১২-১৫ বছর বয়সী বাচ্চাদের টিকা দেওয়ার লক্ষ্যে ট্রায়ালে প্রাপ্ত ফলাফল ও তথ্য মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে আগামী সপ্তাহে অনুমোদনের জন্য জমা দিবো। সেই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের নিয়ন্ত্রণ সংস্থার কাছেও জমা দেওয়ার পরিকল্পনা করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও