
১১ এপ্রিলের পরের আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি বন্ধ
দেশে করোনাভাইরাসের প্রকোপ আবার বাড়তে থাকায় ১১ এপ্রিলের পরের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রাখা হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বুধবার রেলওয়ে মহাপরিচালকের দপ্তর থেকে পূর্ব ও পশ্চিম জোনের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ১১ এপ্রিলের পরের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আর তার আগে আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যার ৫০ শতাংশ অগ্রিম টিকেট অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টার থেকে একইসঙ্গে বিক্রি করা হবে প্রতিদিন সকাল ৮টা থেকে। বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৩ মাস আগে