জার্মানিতে ৬০-এর কমবয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত - BBC News বাংলা
জার্মানি বলছে, রক্ত জমাট বাঁধার বিরল এক ঝুঁকির কারণে তারা ৬০ বছরের কম বয়স্ক লোকদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস-প্রতিরোধী টিকা দেয়া স্থগিত করছে। জার্মানিতে এ পর্যন্ত মোট ২৭ লক্ষ লোককে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ৩১ জনের মধ্যে একটি বিরল ধরনের রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা গেছে। যাদের এ সমস্যা দেখা দেয় তারা প্রায় সবাই মাঝবয়সী বা তার চেয়ে কমবয়স্ক মহিলা।
ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটি দেশে এর আগেও এই একই সমস্যার কথা উল্লেখ করে সতর্কতামূলক কারণে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত করা হয়েছিল। কিন্তু তার কিছু দিন পর ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ উভয়েই এই টিকা নিরাপদ ও কার্যকর বলে মত দেবার পর আবার এ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরু হয়।