![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/03/31/og/171928_bangladesh_pratidin_lash_uddhar.jpg)
ঘাটাইলে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোঃ তোতা তালুকদার (৫০) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঝুনকাইল দক্ষিণপাড়া কোরবানের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তোতা তালুকদার ওই গ্রামের মৃত মফেজ তালুকদারের ছেলে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তোতা তালুকদারের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- হাত-পা বাঁধা