ইন্টারনেটের গতি বৃদ্ধিতে ফেসবুকের নতুন উদ্যোগ
বণিক বার্তা
প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ১৫:২৬
দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর আমেরিকার সংযোগ স্থাপনে সমুদ্রের তলদেশে দুটি কেবল স্থাপন করতে যাচ্ছে ফেসবুক ও গুগল। আঞ্চলিক টেলিকম সংস্থার সঙ্গে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান। খবর বিবিসি।এর আগে গুপ্তচরবৃত্তি প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে হংকংয়ের সংযোগ স্থাপনে এ রকম তিনটি কেবল স্থাপনের উদ্যোগ নিয়েছিল ফেসবুক।
তবে সেই প্রকল্প থেকে ফেসবুক সরে আসায় নতুন এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এ প্রকল্প বাস্তবায়নে জড়িত দেশগুলোর নিয়ন্ত্রক কমিটির অনুমোদন প্রয়োজন।ফেসবুকের নেটওয়ার্ক ইনভেস্টমেন্ট বিভাগের সহসভাপতি কেভিন সালভাদরি রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ইকো ও বাইফ্রস্ট নামের এ দুটি সংযোগ জাভা সাগর অতিক্রমের মধ্যে নতুন একটি সংযোগ রাস্তার সৃষ্টি করবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে