![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/03/31/110733thequint_2019-09_6682e402-2292-4643-9379-ffb60c221b11_667372_1pti_pti412018000147a.jpg)
জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, ১ পুলিশ কর্মীসহ নিহত ২
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বারমুল্লা শহরে জঙ্গিদের হামলায় এক পুলিশ সদস্য ও এক কাউন্সিলর মারা গেছেন। সোমবার বারমুল্লার সপরে নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের আইজি ( ইন্সপেক্টর জেনারেল) বিজয় কুমার জানান,
একজন কাউন্সিলর রিয়াজ আহমেদ এবং পুলিশ কর্মী শাফকাত আহমেদ সপরের হামলায় মারা গিয়েছেন। সন্ত্রাসীরা পৌর অফিসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন কাউন্সিলর শামস উদ দীন পের গুরুতর আহত হয়েছেন।