২০২০ সালে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ, বিশ্বের বিভিন্ন দেশের সরকার তাদের জনগণের প্রতি কি ধরণের আচরণ করছে সে সম্পর্কে প্রকাশিত তাদের বার্ষিক পর্যালোচনায় বলেছে ২০২০ সালে গোটা বিশ্বেই মানবাধিকার লংঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সংবাদদাতাদের বলেন, “ মানবাধিকারের ধরণটা ভুল দিকে যাচ্ছে”। এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্লিংকেন আরও বলেন করোনাভাইরাস মহামারি গোটা পৃথিবীতে অনন্য এক চ্যালেঞ্জ তৈরি করলো এবং কোন কোন দেশের সরকার এই সংকটকে অধিকার নিষিদ্ধ করার এবং কর্তৃত্ববাদি শাসন আরও শক্ত করার অজুহাত হিসেবে ব্যবহার করেছে।