![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2013/01/04/logo1.png1/BINARY/logo1.png)
ফেনীতে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড
ফেনীতে তিনটি প্লাস্টিক গুদামে আগুনে সব মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে শহরের তাকিয়া রোডের একটি ভবনের তৃতীয় তলার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূণ্য চন্দ্র মুৎসুদ্দী জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।