ইয়র্কারের জাদু দেখে নটরাজনে মুগ্ধ ভন

এইসময় (ভারত) প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১৩:৪৭

IPL সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গতবার যখন মাঠে নেমেছিলেন টি নটরাজন, তাঁর জার্সির পিছনে লেখা ছিল 'জেপি নাট্টু'! নাট্টু বলতে নটরাজন নিজের নাম লিখেছেন, সেটা সবাই বুঝতে পেরেছিলেন। কিন্তু 'জেপি'-কে? তখনই যানা যা, এই জেপি হলেন জয়প্রকাশ। নটরাজনের ফ্রেন্ড-ফিলোজফার-গাইড। তালিমনাড়ুর সালেমের গ্রাম থেকে এই জয়প্রকাশই তুলে এনেছিলেন নটরাজনের মতো প্রতিভাকে।


রবিবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে বল হাতে দেশকে জিতিয়ে টি নটরাজন এখন সবার নজরে। কিন্তু ২৯ বছরের এই ক্রিকেটার নিশ্চয়ই এই দিনে কৃতিত্ব দিয়েছেন তাঁর বন্ধু জয়প্রকাশকেই। সালেমের গ্রামে নিজের নামে একটি ক্রিকেট অ্যাকাডেমি করেছেন নটরাজন। সেখানে গরীব কিন্তু প্রতিভাবান কিশোরদের তুলে আনা হয়। এই দায়িত্বটা নটরাজন দিয়েছেন বন্ধু জয়প্রকাশকেই। বাবা থঙ্গরাজ নটরাজন একটি কারখানায় কুলির কাজ করতেন। সংসার চালাতে মা-কে ফাস্টফুডের স্টল চালাতে হত। সেই পরিবারের ছেলে হারিয়েই যেতেন, যদি না বন্ধু জয়প্রকাশের জেদ তাঁকে ক্রিকেট মাঠে না টেনে আনত।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও