পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করায় ট্রফি জেতা সম্ভব হয়েছে : নেপালি কোচ
ঘরের মাঠের সুবিধার পাশাপাশি দলের ফুটবলাররা পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করায় ট্রফি জেতা সম্ভব হয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নেপালের কোচ বাল গোপাল মহারজন। এ সময় বাংলাদেশের শুরুর একাদশে ৬ জন ফরোয়ার্ড দেখে রীতিমত অবাক হয়েছেন নেপালের কোচ।
নেপালের কোচ বাল গোপাল মহারজন বলেন, বাংলাদেশ এ টুর্নামেন্টে ভালো খেলেছে। তবে ফাইনালে শুরুর একাদশে ৬ জন ফরোয়ার্ড দেখে আমি অবাক হয়েছি। তাদের রক্ষণ ভাগ ভালো খেলতে পারেনি। অনেকটাই অগোছালো ফুটবল খেলেছে। বাংলাদেশের দুর্বলতাকে আমরা কাজে লাগিয়েছি। তাই আমরা সফল হয়েছি। অবশ্য দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ভালো খেলেছে।