কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মেক্সিকোর সরকারি রিপোর্টে গরমিল, করোনায় মৃত্যু বাড়ল এক লাখ

মেক্সিকোয় মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা সরকারিভাবে পূর্বে প্রকাশিত সংখ্যার চেয়ে ৬০ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রকাশিত লাতিন আমেরিকার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৩০১ জন বলা হলেও সংশোধিত প্রতিবেদন বলছে, সে সময় দেশটিতে দুই লাখ ৯৪ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছিল। এক লাখ ১১ হাজার ৯৮৬ জনের মৃত্যুর তথ্য ওই প্রতিবেদনে ছিল না। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সংশোধিত তথ্য অনুযায়ী, ১২ কোটি ৬০ লাখ মানুষের দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছে তিন লাখ ২১ হাজারের বেশি মানুষ। এই বাস্তবতায় করোনায় পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর দেশ হয়ে গেল মেক্সিকো। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অর্থাৎ পাঁচ লাখ ৪৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। দ্বিতীয় সর্বাধিক মৃত্যু ধরা হয়েছিল ব্রাজিলে, সেখানে এ পর্যন্ত তিন লাখ ১০ হাজার মানুষের প্রাণহানির তথ্য জানা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন