তখন মধ্যদুপুর, সূর্য মধ্য আকাশে- গনগনে রোদ ঢেলে দিচ্ছে। মালিবাগ-মৌচাক ফ্লাইওভারও তখন বেশ উত্তপ্ত। মৌচাক মার্কেটের ওপরে ফ্লাইওভারের মোড়ে যে সিগন্যাল রয়েছে সেখানে আটকে আছে একটি গাড়ি। কাছে গিয়ে দেখা গেল অমিত হাসান।
যাবেন বাংলা মোটরের দিক। কিন্তু একটি মোটর সাইকেল আড়াআড়িভাবে রেখে ফ্লাইওভারের ওই পথটুকু আটকে দেওয়া হয়েছে। আকস্মিকভাবে ওই পথটুকু আটকে দেওয়ায় শান্তিনগর, কমলাপুরের দিক থেকে যে সকল যানবাহন আসছিল সেসব একের পর আটকে রীতিমতো জ্যাম তৈরি ফেলছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.