মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনকে প্রাণবন্ত করতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ওয়াটার বাইক চালিয়ে প্রতিযোগীদের উত্সাহ দেন। এসময় নদীর দুতীরে উত্সুক জনতা ভীড় করেন এবং উল্লাস প্রকাশ করেন।
শনিবার (২৭ মার্চ) কীর্তনখোলা নদীর শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু পয়েন্টে নৌকা বাইচের উদ্বোধন করেন সিটি মেয়র। এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসাইন ও মেয়রপত্নী লিপি আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.