![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/27/kids-tab-270321-00.jpg/ALTERNATES/w640/kids-tab-270321-00.jpg)
ছোট্ট শিশুদের উপযোগী টোবলেট কোনগুলো?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ২১:১৯
স্কুল বন্ধ, ক্লাসরুমের জায়গা নিয়েছে ট্যাবলেট বা বড় পর্দার মোবাইল ফোন। পড়ালেখা ছাড়াও বাড়ির বাইরে না গিয়ে বিনোদন খুঁজলেও পয়লা সামাধান সেই টাচস্ক্রিন ডিভাইস। কিন্তু প্রশ্ন হলো, শিশুদের উপযোগী ট্যাবলেট কোনটি?
উত্তরটি পেতে হলে আমাদের আসলে খুঁজে বের করতে হবে ট্যাবলেটের বেলায় শিশুদের উপযোগী কোন ফিচারগুলোয় নজর দেওয়া দরকার, এবং সেইসব ফিচারওয়ালা ট্যাবলেট বাজারে কোনগুলো আছে?
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে