ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোদিবিরোধী বিক্ষোভকারীরা পুলিশ ক্যাম্পে হামলা চালিয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় পুলিশ ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। এতে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ ২০ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অরুয়াইল বাজার এলাকায় কয়েক হাজার মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা মারমুখী হয়ে অরুয়াইল ইউনিয়ন পরিষদে স্থাপিত পুলিশ ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এ সময় ক্যাম্পে অবস্থানরত জেলা পুলিশ ও এপিবিএন পুলিশ সদস্যদের ওপর হামলা করে বিক্ষোভকারীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.