গাজীপুরে পুলিশের সঙ্গে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৩
গাজীপুরে পুলিশের সঙ্গে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) দুপুরে শহরের রাজবাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ নেতাকর্মী ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায় যুবদলের একটি মিছিল। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.