মিয়ানমারে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে
নিরাপত্তা বাহিনীর ব্যাপক সহিংসতার পরেও মিয়ানমারে প্রায় দুই মাস ধরে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান এ সংঘাতে গতকাল শুক্রবার (২৬ মার্চ) পর্যন্ত সব মিলিয়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।
বুধবার ৯ বিক্ষোভকারীর মৃত্যুর পরেও শুক্রবার মিয়ানমারের রাজপথে সামরিক অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভ করতে দেখা যায়। এদিন সকালে নাগরিক অসহযোগ আন্দোলনের ব্যানারেও দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ছাড়াও একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। এর আগের দিন সন্ধ্যায় মান্দালয় এবং সাগাইং অঞ্চল থেকে শুরু করে কারেন ও শান দেশসহ পুরো মিয়ানমার জুড়ে রাতভর মোমবাতি মিছিল হয়েছে।