কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেনিয়ায় ব্রিটিশ সেনা মহড়াকালে অগ্নিকাণ্ড

ইত্তেফাক কেনিয়া প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ০৬:১১

কেনিয়ায় বৃহস্পতিবার রাতে ব্রিটিশ সেনাবাহিনীর মহড়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির একটি বন্যপ্রাণীর অভায়াশ্রমে এ মহড়া অনুষ্ঠিত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, অগ্নিকাণ্ড কী কারণে ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

কেনিয়ার উত্তরাঞ্চলে লাইকিপিয়া এলাকায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী। সেখানে ব্রিটিশ সেনাবাহিনীর ঘাঁটি নানিউকি শহরে। কেনিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত মাউন্ট কেনিয়া থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি বেসরকারি অবকাশ যাপন কেন্দ্রের এক কর্মী জানিয়েছেন, ঐ অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ছে। ঐ অবকাশ কেন্দ্রের ব্যবস্থাপক অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও