স্ত্রীকে ওড়না পেঁচিয়ে ও সন্তানকে গলাটিপে হত্যা করেন আল আমিন
বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরে শেফালী বেগম (২৪) ও তার ছয়মাস বয়সী মেয়ের রুমানা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে গলাটিপে প্রথমে নিজ সন্তান ও পরে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করেন আল আমিন (২৮)।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আল আমিন। শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১২টায় জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।