‘তুমি যাও আমি কিছুটা গুছিয়ে সীমান্ত পার হয়ে ত্রিপুরায় চলে আসবো’
২৫ মার্চ রাতে কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসা থেকে পাকিস্তানি সেনাবাহিনী শিবনারায়ণ দাশকে না পেয়ে বাড়িঘর লটুপাট করে, আগুন দেয় এবং বাবা সতীশ চন্দ্রকে ধরে নিয়ে যায়। শিবনারায়ণ দাশের বাবা সতীশ চন্দ্র ছিলেন ক্যামিস্ট। মা যোগমায়া দাশ। তিনি খুব মানবিক ছিলেন। পড়াশোনার প্রতি খুব অনুরাগী ছিলেন—সব সময় চাইতেন তাঁর সব ছেলে-মেয়ে গ্রাজুয়েট, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। তিনি ভালো সেলাই কাজ জানতেন, যা পরিবারের জন্য বাড়তি উপার্জনের একটি মাধ্যম ছিল।
মা যোগমায়া দাশের মানবিক গুণাবলি ও অতিথিপরায়ণতা ছিল প্রবাদতুল্য। অনেকগুলো টিনের কৌটা ভরা থাকতো নাড়ু–সন্দেশ দিয়ে। বৈয়াম ভরা ঘি রাখতেন তিনি। বিভিন্ন জায়গা থেকে কর্মীরা আসতো। মা তাঁদের কখনই না খেয়ে যেতে দিতেন না।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে