![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F03%2F25%2Fdu-driver.jpg%3Fitok%3DK6b0lFVC)
ডিএসসিসির গাড়ির ধাক্কায় অল্পের জন্য রক্ষা পেলেন ডাকসুনেতা
মোটরসাইকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি গাড়ির ধাক্কায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভির হাসান সৈকত।
আজ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মোটরসাইকেলে যাত্রাবাড়ীর নিজ বাসায় যাচ্ছিলেন ডাকসুর সদস্য তানভির হাসান সৈকত। এ সময় পেছন দিক থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি গাড়ি তাঁর মোটরসাইকেলে ধাক্ক দেয়।