করোনা নিয়ে আশার কথা শোনালেন বিল গেটস
সময় টিভি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ২১:৫৪
আমরা এখন এক অবিশ্বাস্য ট্র্যাজেডির মধ্যে রয়েছি। এই সময় একমাত্র আনন্দের খবর হল, ভ্যাকসিন এসে গিয়েছে। আশাকরি ২০২২ সালের শেষে সারা পৃথিবী কোভিডের কবলমুক্ত হবে। সম্প্রতি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস পোলিশ সংবাদপত্র গ্যাজেটা ওয়বোরকজা ও টিভিএন ২৪ কে দেওয়া সাক্ষাৎকারে এ আশার কথা শুনিয়েছেন।
বিল গেটস বলেন, এটি একটি অবিশ্বাস্য দুঃখজনক ঘটনা। সবচেয়ে ভালো খবর হলো টিকা প্রাপ্তির সুবিধা। ২০২২ সালের শেষে আমাদের অবশ্যই পুরোপুরি স্বাভাবিকে ফিরে আসা উচিত। বিল গেটস মহামারি নিয়ে অনেক আগেই পূর্বাভাস দিয়েছিলেন। তার পূর্বাভাস ঘিরে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়ায়।