You have reached your daily news limit

Please log in to continue


রমজানে দুস্থদের সহায়তায় ১২১ কোটি টাকা বরাদ্দ

আসন্ন রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও দুস্থ পরিবারগুলোকে সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) এ বরাদ্দ দেয়া হয় বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে। এতে বলা হয়, ‘দেশের ৬৪টি জেলার চার হাজার ৫৬৮টি ইউনিয়নের প্রতিটিতে দুই লাখ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লাখ টাকা মানবিক সহায়তা হিসেবে দিতে অর্থ ছাড় করা হয়। সারাদেশের ৩২৮টি পৌরসভার অনুকূলে মোট ৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন