![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbelkuchi-20210325151454.jpg)
আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের বেলকুচিতে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বায়নাগাঁতী উত্তর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বায়নাগাঁতী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।