করোনা: পিসিএল থেকে শিক্ষা নিয়ে আইপিএলের আগে নতুন নির্দেশিকা
আইপিএলের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের আগেই টিকা দেওয়া হবে। এরকম কথাই শোনা গিয়েছিল। তবে সেই সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার যে নিয়ম স্থির করেছে, সেই নিয়মেই টিকাকরণ চলবে। ক্রিকেটারদের আগে টিকা দেওয়ার কোনও পরিকল্পনা বোর্ডের নেই।