৩ বছর ধরে কাঁটাতারের বেড়ায় বন্দি ১৫ পরিবার
যাতায়াতের রাস্তায় কাঁটাতারের বেড়া দেয়ায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের রবি দাস সম্প্রদায়ের ১৫টি পরিবার। ফলে তিন বছর ধরে অন্যের বাড়ির দেয়াল টপকে যাতায়াত করতে হয় তাদের। উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে জানান ভুক্তভোগীরা। এদিকে উপজেলা প্রশাসন বলছে অচিরেই ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে।