মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, পর্যবেক্ষককে সাসপেন্ড নির্বাচন কমিশনের
কেবলমাত্র রাজ্য পুলিশ নয়, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্ষবেক্ষকদের উপরও নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। বঙ্গ সফরে এসে বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, 'ইতিমধ্যেই রাজ্যের দায়িত্বে আসা এক জেনারেল অবজারভারকে সাসপেন্ড করা হয়েছে। মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।'
উল্লেখ্য, একদিকে রাজ্য পুলিশ এবং অন্য়দিকে পর্যবেক্ষকদের কর্ম পদ্ধতি নিয়ে একাধিকবার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক দল এবং বিরোধীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুনীল অরোরা কার্যত বুঝিয়ে দিলেন, কোনওরকম বিধিভঙ্গের অভিযোগ এলেই কাউকে রেয়াত করা হবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.