![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F03%2F24%2Fdpdc.jpg%3Fitok%3D019cw3lF)
মুজিববর্ষে ডিপিডিসির ভ্রাম্যমাণ বিদ্যুৎসেবা
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গ্রাহকদের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ বিদ্যুৎসেবা দিচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। আজ বুধবার দিনব্যাপী সদর উপজেলার আলীগঞ্জ খেলার মাঠে এই সেবা দেয় নারায়ণগঞ্জ জোন। ‘সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে, তারা জনগণের খাদেম, সেবক, ভাই’ প্রতিপাদ্য নিয়ে গ্রাহক সেবা চালু করেছে ডিপিডিসি।
গ্রাহকদের আবেদনে কর্মকর্তারা চাহিদা নোট তৈরি করেন। মোটরসাইকেলে করে অফিসে গিয়ে সব কাজ শেষ করে মিটার স্থাপন করে দেওয়া হয়। গ্রাহকদের চাহিদা মতে প্রায় অর্ধশত নতুন সংযোগ প্রদান ও মিটারের সংশোধনসহ বিল গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ অফিসের ভোগ