![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/24/moussa-dembele-240321-01.jpg/ALTERNATES/w640/moussa-dembele-240321-01.jpg)
অনুশীলনে জ্ঞান হারালেন দেম্বেলে
আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে ভীতিকর এক পরিস্থিতি তৈরি হয়েছিল। দলের সঙ্গে অনুশীলনের মাঝে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মুসা দেম্বেলে। অনুশীলনে মঙ্গলবার আতলেতিকোর খেলোয়াড়রা যার যার মতো স্ট্রেচিং করছিলেন। এমন সময়ে পিছন দিয়ে হেলে লুটিয়ে পড়েন দেম্বেলে। শুরুতে কাঁপছিল তার বাঁ পা।
ছুটে আসেন সতীর্থরা। তাদের চিৎকারে দ্রুত এসে উপস্থিত হন চিকিৎসক দলের সদস্য। দেম্বেলেকে অ্যাম্বুলেন্সে নিতে আনা হয় স্ট্রেচার। তবে ততক্ষণে সতীর্থদের সহায়তায় উঠে দাঁড়ান ফরাসি এই ফরোয়ার্ড।