![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Ff0fb7405-36a7-4a94-aa9b-3cbd8d4fda2d%252FNILPHAMARI_PIC_BIS084750.jpg%3Frect%3D11%252C0%252C429%252C225%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দেখা দিল সূর্যমুখী ভোর
সম্ভাবনাময় তেলজাতীয় ফসল সূর্যমুখীর চাষ ও ব্যবসা নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন নীলফামারীর কৃষক ও ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় এবারে সরকারি প্রণোদনায় এই জেলায় ১ হাজার ৯৯০ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন তাঁরা। ইতিমধ্যে ফুলে ফুলে ভরে উঠেছে খেত, যা দেখে কৃষক মুগ্ধ হন, স্বপ্ন দেখেন লাভের। পথচারীরাও দাঁড়িয়ে যান—সৌন্দর্য উপভোগ করেন, সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ব্যবসায়ীরাও সূর্যমুখীবীজ কেনার আগ্রহ দেখান, মুনাফার কথা ভাবেন।