![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F86bc3626-64cc-4840-8985-6e1b038372bb%252Froad_accident_02.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শেরপুরে ভটভটি ও ভ্যানের সংঘর্ষে চালক নিহত
শেরপুরের নকলা উপজেলায় ভটভটি ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার বারইকান্দি এলাকায় শেরপুর-নকলা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ভ্যানচালকের নাম মো. সামিদুল হক (৪২)। তিনি উপজেলার পশ্চিম নকলা গ্রামের আবদুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে শেরপুর সদর উপজেলার তারাকান্দি বাজার থেকে মাল বোঝাই করে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে নকলা যাচ্ছিলেন সামিদুল হক। বারইকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।