![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F50eda317-1291-4ec0-8386-03d2d567eafd%252F163664295_847508712497331_2716825163884039397_n.jpg%3Frect%3D0%252C0%252C1160%252C609%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কেন সাত বছর লেগেছে ‘নিষিদ্ধ প্রেম’–এর নির্মাণে
প্রথম আলো
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ০৯:০০
শুটিং শুরু সাত দিনের মাথায় ছবিটি থেকে সরে দাঁড়ান প্রযোজক। অর্থনৈতিক সংকটে আটকে যায় শুটিং। পরে নির্মাতা নিজেই প্রযোজনার দায়িত্ব নেন। শুরু হয় আরেক বিপত্তি। টানা দুই বছর শিডিউল দিয়ে কথা রাখেননি অভিনেত্রী শিমলা। এ ছাড়া নির্মাণ–পরবর্তী কাজ পছন্দ না হওয়ায়সহ নানা ঝামেলায় সাত বছর লেগে যায় ‘নিষিদ্ধ প্রেম’ ছবির শুটিং করতে। সম্প্রতি ছবিটির সব কাজ শেষ। ছবিটি শিগগিরই সেন্সরের যাবে।
ছবিটির নির্মাতা রুবেল আনুশ জানান, তাঁর ছবির শুটিং শুরু হয় ২০১৪ সালের শেষের দিকে। এটি ছিল তাঁর প্রথম ছবি। অনেক স্বপ্ন নিয়ে নির্মাণ শুরু করেন।