অপেক্ষায় ওড়াকান্দি ও শ্যামনগর

প্রথম আলো সাতক্ষীরা প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ০৮:৩১

গোপালগঞ্জের কাশিয়ানী ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এখন সাজ সাজ রব। চলছে নানা প্রস্তুতি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে যোগ দিতে ২৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ২৭ মার্চ তিনি যাবেন কাশিয়ানী ও শ্যামনগরে। সেখানকার দুটি মন্দির পরিদর্শন এবং প্রার্থনা করবেন তিনি।

সরকারি সফরসূচি অনুযায়ী, ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী প্রথমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা করবেন এবং ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলেন জানান বাংলাদেশ মতুয়া মহামিশনের সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর। তিনি প্রথম আলোকে বলেন, ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করতে ওড়াকান্দি ঠাকুরবাড়ি প্রস্তুত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও