![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fde8907c1-3d1f-470b-ae64-6c071a19b5c5%252Fbang.jfif%3Frect%3D0%252C0%252C1920%252C1008%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নিউজিল্যান্ডে ‘না পারিলে দেখ শতবার’
২০০১ সালে প্রথম নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ। আমিনুল ইসলাম–হাবিবুল বাশাররা তখনো জাতীয় দলে, বিপক্ষ দলে ড্যানিয়েল ভেট্টোরি। সেই ভেট্টোরি ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে নেমে এখন বাংলাদেশ দলের স্পিন পরামর্শক, হাবিবুল দলের নির্বাচক।
এ সময় পদ্মা–মেঘনা–যমুনা থেকে তাসমান সাগরেও প্রচুর জল গড়িয়েছে, কিন্তু নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ দলের জয়ের চাকা ঘোরেনি। হারের পর হার, আরও হার...জগদ্দল পাথরের মতো চেপে আছে বুকে। তবু চেষ্টা করতে হয়, না পারলে আবার, এভাবে শতবার—সেই ‘পারিব না’ কবিতাটির মতো।