মহাসাগরগুলো বড় সংকটে, সতর্কবার্তা জাতিসংঘের
জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব ফেলছে মহাসাগরের ওপর। দ্রুত বদলাচ্ছে মহাসাগরের আবহাওয়া। সাগরপৃষ্ঠের উচ্চতার সঙ্গে বাড়ছে স্রোতের উষ্ণতা। মহাসাগরের উপরিভাগের বাতাস হয়ে উঠছে ভয়ংকর। ফলে ঘূর্ণিঝড়, সাইক্লোন, হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগ বেশি হচ্ছে। বাড়ছে জানমালের ক্ষয়ক্ষতি।
কোভিড–১৯ মহামারি এই বিপদ আরও বাড়িয়ে তুলেছে। মহাসাগরের আবহাওয়াগত পরিবর্তন নিয়ে গবেষণা অনেকটাই থমকে গেছে। ফলে তথ্যপ্রাপ্তির উৎস হয়ে এসেছে সংকুচিত। সমস্যায় পড়তে হচ্ছে আগাম পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রেও।