![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F9835995b-74e2-4b9c-bc81-0e3fadee0ab7%252FMirza_Kader.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
এবার কোম্পানীগঞ্জে ‘আগুন জ্বালানোর’ হুমকি কাদের মির্জার
এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুন জ্বালানোর হুমকি দিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নিজের ফেসবুকে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন কাদের মির্জা।
ফেসবুক পোস্টে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা উল্লেখ করেন, ‘সাংবাদিক মুজাক্কিরকে (বুরহান উদ্দিন মুজাক্কির) নিজ হাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল। তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জোর দাবি জানাচ্ছি, অন্যথায় কোম্পানীগঞ্জে আগুন জ্বলবে। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’
মওদুদ আহমদের শোকসভা করতে না দেওয়ায় ক্ষুব্ধ কাদের মির্জা
বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদ স্মরণে নাগরিক শোকসভা না করতে পেরে খেপেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। এ ঘটনায় রোববার বেলা দুইটার দিকে কাদের মির্জা ফেসবুক লাইভে এসে তিনি তাঁর বড় ভাই ওবায়দুল কাদের ও পুলিশ প্রশাসনের সমালোচনা করে প্রায় ২০ মিনিট বক্তব্য দেন।
ফেসবুক লাইভে দেওয়া বক্তৃতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা বলেন, ‘আজকে আমাকে থামিয়ে দেওয়ার জন্য ও আমার মুখ বন্ধ করার জন্য এ প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এটার পরিণতি কিন্তু ভালো হবে না, আমি জানি। যাঁরা এ নির্দেশ দিয়েছেন, তাঁরা একদিন এ ধরনের নির্দেশে লাঞ্ছিত ও অপমানিত হবেন, অপেক্ষা করেন।’
ফেসবুকের সব পোস্ট মুছে দিলেন কাদের মির্জা
বসুরহাটের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা তার নিজের ফেসবুকের দুই মাসের সকল পোস্ট ডিলিট করে দিয়েছেন।
গত বছরের ৩১ ডিসেম্বর থেকে চলতি ২ মার্চ পর্যন্ত তার দেয়া লাইভ ভিডিও ও পোস্টগুলো এখন আর দেখা যাচ্ছে না। বসুরহাটের একাধিক ফেসবুক ব্যবহারকারী বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ করতে না পারলে যা করবেন কাদের মির্জা
‘নেত্রী (শেখ হাসিনা) যদি মনে করে তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমি আওয়ামী লীগ করতে না পারলে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নিয়ে কাজ করবো, সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাব।’
শনিবার (২০ মার্চ) বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
আমি কোনো বাটপার নেতার রাজনীতি করি না : কাদের মির্জা
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত-সমালোচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি কারো রক্ত চক্ষুকে ভয় করি না। মানুষের আমার ওপর দরদ আছে। মানুষের হৃদয়ের খবর নেন।’
তিনি বলেন, ‘যত ঘটনা ঘটেছে। সকল ঘটনার বিভাগীয় তদন্ত ঢাকা থেকে করতে হবে। পিবিআইকে মামলা দিয়েছে। পিবিআই আগে কি বলেছে, এখন কি বলে বুঝি না। এটা এসপি সাহেব পিবিআইকে প্রভাবিত করে মামলা ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছে।’